বিশেষ প্রতিনিধিঃ উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সায়েম ইদ শুভেচ্ছা হিসাবে ২ হাজার হৃতদরিদ্রদের মাঝে ইদ সামগ্রী বিতরন করেছেন।
শনিবার সকালে দক্ষিন বাজার তার নিজ বাসভবন থেকে এসব বিতরণ করেন।
ইদ সমগ্রীর মধ্যে ছিল চিনি, সেমাই ও একটি করে সাবান।
বিতরন শেষে সবাই ইদের অগ্রীম শুভেচ্ছা জানান।