স্টাফ রিপোর্টারঃ জামালপুরের বকশীগঞ্জে সেলাই মেশিনের পরিবর্তে জুতা পেটা খেলেন মেরুরচর ইউনিয়নের সাবেক মহিলা ইউপি সদস্যা ফরিদা বেগম।
ফরিদা বেগম মেরুরচর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক মহিলা সদস্যা।
রবিবার মেরুরচর ইউনিয়নের খেওয়ারচর বাজারে তিনি এ জুতাপেটার শিকার হন।
খেওয়ারচর গ্রামের বাসিন্দা হাফিজল বলেন, রবিবার দুপুরে খেওয়ারচর বাজারে উপজেলা মহিলা সদস্যা জুলেখা বেগম হঠাৎ করেই পায়ে সেন্ডেল খুলে ফরিদা বেগমকে আঘাত করতে থাকেন। এসময় আমিসহ আরও কয়েকজন ঘটনাটি ফিরাফিরি করি।
পরে খেওয়ারচর বাজারেই এ ঘটনা সাবেক চেয়ারম্যান গোলাম মওলা মিমাংসা করে দেন।
প্রসঙ্গত, গত ১২ তারিখ উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে ৩৬টি সেলাই মেশিন বিতরন করা হয়। মেরুরচর ইউনিয়নের ১টি মেশিন জুলেখা তোলে নেওয়ার অভিযোগ করে অপর সাবেক ইউপি সদস্য শেফালী ও ফরিদা।
এ ঘটনার জেরে বৃহস্পতিবার বকশীগঞ্জ বাজারে শেফালী বেগম কতৃর্ক লাঞ্ছিত হন জুলেখা। প্রতিশোধ হিসাবে ফরিদাকে খেওয়ারচর বাজারে একা পেয়ে জুতাপেটা করে জুলেখা।