বিশেষ প্রতিনিধি ঃ ‘প্রকতিই শক্তি, প্রকৃতিই মুক্তি’ এই প্রতিপাদ্যে জামালপুরের বকশীগঞ্জে ঔষধি চাষাবাদ ও সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি রোববার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ হারবাল প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন ও মেডিসিন প্লান্টস অ্যান্ড হারবাল বিজনেস প্রমোশন কাউন্সিলের যৌথ আয়োজনে হযরত খাজা বশির (রহ:) মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ হারবাল প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ডা. আনোয়ার মুশতাক।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল, আজমিরগঞ্জ দরবার শরিফের গদিনশীন ড. খাজা নাসিরুল্লাহ, জামালপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী জামাল আবদুন নাছের বাবুল, বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিকেল অ্যাসোসিয়েশনের ময়মনসিংহ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কবিরাজ আশীষ রায়, মহাসচিব কবিরাজ রেজাউল করিম মোহাম্মদ মাসুদ।
এতে প্রধান প্রশিক্ষক ছিলেন অধ্যক্ষ আবদুর রব খান, প্রশিক্ষক ছিলেন হাকীম মো. আবু তাহের, ডা. মো. হেলাল উদ্দিন ও লুৎফর রহমান।
এ প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন জেলা থেকে ১০০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়।