স্টাফ করেসপনডেন্ট ঃ বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদের ১কোটি ২০ লক্ষ টাকা বিতরণের প্রথম দিনে ১৩ জুন মঙ্গলবার উপজেলার দুটি ইউনিয়নের বিতরণ করেছেন। মঙ্গলবার বকশীগঞ্জ উপজেলার কামালপুর ও বাট্টাজোর ইউনিয়নে এ অর্থ বিতরণ করা হয়।
কামালপুর ইউনিয়নের ৩ হাজার ও বাট্টাজোর ইউনিয়নের ৩ হাজার লোকের মাঝে তিনি এ অর্থ বিতরণ করেন।
সকাল থেকে বিকাল পর্যন্ত কামালপুর ইউনিয়নের লাউচাপরা, কামালপুর হাইস্কুল ও বালিঝুরি বাজারের ৩টি স্পটে এলাকার দরিদ্র লোকের মাঝে এ অর্থ বিতরণ করেন।একই দিন বাট্টাজোর ইউনিয়নের দত্তেরচর, জিন্নাহ বাজার ও পলাশতলায় এ অর্থ বিতরণ করা হয়েছে।
আগামী ১৫ জুন নিলক্ষিয়া ৩ হাজার, ১৬ জুন মেরুরচর ৩ হাজার ৫শত, ১৭জুন বগারচরে ৩ হাজার ৫শ, ১৮ জুন সদর ইউনিয়নে ২ হাজার, ১৯ জুন সাধুরপারা ইউনিয়নে ৩হাজার ও ২০জুন সর্বশেষ বকশীগঞ্জ পৌর এলাকায় ৩ হাজার ৫শ জনের মধ্যে এ অর্থ বিতরণ করা হবে বলে বকশীগঞ্জ ছাত্রলীগের সাধারন সম্পাদক হাসানুজ্জামান সজীব নিশ্চিত করেছেন।