বিশেষ প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ছুড়া গুলিতে শাহীন ও রাহিম নামের দুই ভাই গুলিবিদ্দ হয়েছে ।
সোমবার ভোরে তারা গুলিবিদ্দ হয়।
শাহীন ও রাহিম জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের দিঘলকোনা গ্রামের ওমর আলীর ছেলে।
দিঘলকোনা গ্রামের বাসিন্দা ট্রাইভার ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান হোসিও ম্রং জানান, গত রাতে দুই ভাই সীমান্তে ভারতীয় গরু আনতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের লক্ষ্য করে রবার বুলেট ছুড়ে। এতে দুই ভাই মারাত্মক আহত হয়।
পরে প্রশাসনের ভয়ে তারা বাড়ীতেই অতি গোপনে অবস্থান করে। সোমবার বিকালে তাদের গুলিবিদ্দ হওয়ার ঘটনাটি জানাজানি হয়।
এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটিলিয়নের কমান্ডার কর্ণেল আতিকুর রহমান জানান, এ বিষয়ে খোজ খবর চলছে।
প্রসঙ্গত, জামালপুর সীমান্ত দিয়ে প্রতিদিন আসছে ভারতীয় গরু ও মাদক। গরু আনতে গিয়ে এর আগেও বেশ কয়েকজন বিএসএফ এর আহত হন। এবং অনেকই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ে ভারতীয় কারাগারে রয়েছে।