স্টাফ রিপোর্টার ঃ ২৪ ঘন্টা একটানা অন্ধকারে রয়েছে ৬ উপজেলার প্রায় ১৫ লক্ষ মানুষ। শনিবার রাত ৯টা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ( রাত ৯) বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে শেরপুরের শ্রীবরদী, জামালপুরেরর বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ, ইসলামপুর এবং কুড়িগ্রাম জেলার রাজিবপুর ও রৌমারী।
এ অবস্থা আরও কত ঘন্টা স্থায়ী হবে সেটাও বলতে পারছে না পল্লী বিদ্যুতের কর্মকর্তারা।
এ দিকে বিদ্যুতের অভাবে পুরো মোবাইল ও ইন্টারনেট সেবাও বিচ্ছিন্ন হয়েছে পুরোপুরি।
বকশীগঞ্জে সারাদিন বাংলালিংক নেটওয়ার্ক না থাকায় চরম দুর্ভোগে শিকার হয়েছেন বকশীগঞ্জ উপজেলার প্রায় ৫০ হাজার মোবাইল সেবিরা।
দীর্ঘদিন পর ভারত পাকিস্তানের মধ্য আইসিসি চ্যাম্পিয়নশীপের গুরুত্বপুর্ণ ম্যাচটিও দেখতে পারছে না।
এ বিষয়ে বকশীগঞ্জ যোনাল অফিসের ডিজিএম জানান, গত রাতে শেরপুর এ এলাকায় ঝড়ের কারনে বিদ্যুত সঞ্চালন লাইনের ১১টি খুটি ক্ষতিগ্রস্থ হয়। তার পরেও বিকল্প রাস্তায় বিদ্যুৎ আনার চেষ্টা চলছে। ২/১ ঘন্টার মধ্যেই বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হবে।