বিশেষ প্রতিনিধি ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির ফেসবুক পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্র নিয়ে অশ্লীল মন্তব্য ও কটুক্তির ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও কলেজ ছাত্রলীগ।
বুধবার দুপুরে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়রের সামনে এ বিক্ষোভ সামাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে উপজেলা ছাত্রলীগের সভাপতি জুমান তালুকদারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইদুর রহমান লাল, কলেজ ছাত্রলীগের সভাপতি ফরহাদ রেজা, সহ-সভাপতি রাজন মিয়া, উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক পনির মিয়া, দপ্তর সম্পাদক শুভ সরকার, কে.ইউ কলেজের দ্বিতীয় বর্ষের ক্লাস কমিটির আহবায়ক রনি, যুগ্ন আহবায়ক লুৎফা আক্তার প্রমুখ।
প্রতিবাদ সভায় বকশীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের মদদে ছাত্রদলের নেতারা এই কাজ করেছে বলে মন্তব্য করেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বক্তব্যে তারা বলেন, ঘটনার ৪৮ ঘন্টা অতিবাহিত হলেও এর কোন প্রতিকার করছে না আইন শৃঙ্খলা বাহিনী।
সভাপতি জুমান তালুকদার তার বক্তব্যে বলেন, অবস্থার বেগতিক দেখে ‘‘বিএনপি বকশীগঞ্জ’’ পেজটি বিএনপির কোন নেতাকর্মীর নয় বলে দাবী করে সোমবার উপজেলা বিএনপির আহ্বায়ক একটি সংবাদ সম্মেলন করে নিজের অপকর্ম ঢাকার চেষ্টা করছে। কিন্তু ছাত্রলীগ তাদের এই দুরভিসন্ধি কখনো বাস্তবায়িত হতে দেবে না।
আগামী ৩ দিনের মধ্যে কটুক্তিকারীদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
এই বিষয়ে বকশীগঞ্জ থানার ওসি আসলাম হোসেন জানান প্রধানমন্ত্রী কুটক্তি কারীকে চিহ্নিত করার চেষ্টা চলছে। খুব কম সময়ের মধ্যেই আমরা মুল অপরাধীকে ধরতে পারব।