বিশেষ প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় গরিব, হতদরিদ্র পরিবারের মাঝে নগদ ১ কোটি ২০ লাখ টাকা ঈদ বোনাস দেওয়ার ঘোঘণা দিয়েছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ ।
শুক্রবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের এক সভায় তিনি এ ঘোষণা দেন। পবিত্র ঈদে যেন বকশীগঞ্জ উপজেলার কোন গরিব মানুষ না খেয়ে থাকে সেজন্য তিনি ৪৫ হাজার পরিবারকে এই সহযোগিতার ঘোষণা দেন।
উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাদের দিয়ে এই অর্থ বিতরণ করা হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদের এরকম ব্যতিক্রমী ঘোষণায় বকশীগঞ্জের সুধীমহল তাকে সাধুবাদ জানিয়েছেন। একই সঙ্গে তারা ২০ রমজানের মধ্যেই এই অর্থ বিতরণ করার জন্য নুর মোহাম্মদের প্রতি আহবান জানান।
উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সহ-সভাপতি বাবুল তালুকদার, মহিলা আওয়ামী লীগের প্রস্তাবিত সভাপতি তাহমিনা আক্তার পাখি, প্রস্তাবিত সাধারণ সম্পাদক জাহানারা বেগম, যুব লীগ নেতা মারুফ সিদ্দিকী, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুমান তালুকদার , সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সজিব , কলেজ ছাত্রলীগের সভাপতি ফরহাদ রেজা, সহ-সভাপতি রাকিবিল্লাহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।