জামালপুরের বকশীগঞ্জে মহিলালীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার বিকালে বকশীগঞ্জ উপজেলা মহিলালীগের দলীয় কার্যালয়ে দিবসটি পালিত হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত, র্যালী অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি কেক কাটা হয়।
পরে উপজেলা মহিলালীগের সাংগঠনিক সম্পাদক শিউলী আক্তারের সভপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মিনু আক্তার, বগারচর ইউনিয়ন মহিলালীগের সভাপতি সামছুন্নাহার, সাধারন সম্পাদক শাহিদা আক্তার, সদর ইউনিয়নের সভাপতি নুরেজা বেগম, সাধারন সম্পাদক মাছুমা বেগম, নিলক্ষিয়া ইউনিয়নের সভাপতি হালিমা বেগম, সাধারন সম্পাদক হাছনা বেগম, বাট্টাজোড় ইউনিয়নের সভাপতি জোসনা বেগম, সাধারন সম্পাদক লাইলী বেগম, পৌর কমিটির সভাপতি নাদিরা বেগম, সাধারন সম্পাদক ইয়াসমিন খানম, মেরুরচর ইউনিয়নের সভাপতি শেফালী বেগম, সাধারন সম্পাদক ফরিদা বেগম, সাধুরপাড়া ইউনিয়নের সভাপতি বিনা আক্তার, সাধারন সম্পাদক মোসলিমা, কামালপুর ইউনিয়নের কেয়া আক্তার, সাধারন সম্পাদক রিতা বেগম প্রমুখ।