জামালপুরঃ জামালপুর জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং ফার্মা এন্ড ফার্ম কোম্পানীর কর্ণধার আবুল কালাম আজাদ মেডিসিন (৬০) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি… রাজিউন)।
বৃহস্পতিবার ভোরে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যু কালে ৩ সন্তান ও ১ স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
আগামীকাল বাদ জুম্মা নামাজ শেষে বকশীগঞ্জ পৌর এলাকায় নয়াপড়া গ্রামের তার পারিবারিক কবরাস্থানে দাফন করা হবে।
উপজেলা আওয়ামীলীগের সধারন সম্পাদক সাইফুল ইসলাম বিজয় তার মৃত্যুও বিষয়টি নিশ্চিত করে জানান, তার মৃত্যুতে স্থানীয় আওয়ামীলীগ ৩ দিনের শোক পালন করবে।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক পাট প্রতিমন্ত্রী মীর্জা আজম এমপি, তথ্য প্রতিমুন্ত্রী ডাঃ মোরাদ হাসান এমপি, ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক দুলাল এমপি, সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট বাকী বিল্লাহ, সাধারন সম্পাদক ফারুক আহামেম্দ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদ, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সহসভাপতি আবু জাফর, বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, বিশিষ্ট্য ব্যবসায়ী এমদাদুল হক।