জামালপুরঃ ৪ ডিসেম্বর জামালপুরের ১১নং সেক্টরের কামালপুর মুক্তদিবসের সকল অনুষ্ঠান বাতিল করেছে প্রশাসন। কারণ হিসাবে করোনা পরিস্থিতি অবনতির কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।
অনুষ্ঠানের বাতিলের বিষয়টি নিশ্চিত করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তিযোদ্ধা বকশীগঞ্জ থানা কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার মুন মুন জাহান লিজা।
বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদ এই কামালপুর মুক্তদিবস অনুষ্ঠানের আয়োজন করে। এর আগে অনুষ্ঠানটি সফল করতে কয়েক দফা প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি এবং প্রধান অতিথি হিসাবে পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তাগীর গাজী বীর প্রতীক, এমপি উপস্থিত থাকার কথা ছিল।
বিশেষ অতিথি হিসাবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, বিশেষ অতিথি হিসাবে তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মোরাদ হাসান, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে. এম খালিদ এমপি, গৃহয়ানও গণপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহাম্মেদ এমপি, সাবেক পাট প্রতিমন্ত্রী মীর্জা আজম, জামালপুর-১ আসনের এমপি আবুল কালাম আজাদ ও সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ আসার কথা ছিল।
এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুনমুন জাহান লিজা বাংলানিউজকে জানান, করোনার প্রকোপ বেড়ে যাওয়ার কারণে এসব অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবে সকালে মুক্তিযোদ্ধাদের স্মরণে কামালপুর স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন করা হবে। অনুষ্ঠান বাতিল হলেও জুমের মাধ্যমে অতিথিরা সংযোগ থাকবেন বলে জানান তিনি।
বীর মুক্তি সেনারা ২৪ নভেম্বর থেকে কামালপুরের শত্রুক্যাম্প অবরোধ করে টানা ১০ দিন সম্মুখ যুদ্ধের পর ৪ ডিসেম্বর কামালপুরকে শত্রু মুক্ত করেন। এদিন কামালপুর ক্যাম্পের গ্যারিসন কমান্ডার আহসান মালিকসহ ১৬২ পাকিস্তানি সেনা মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসর্মপণ করেন।
এরপর থেকেই প্রতিবছর ৪ ডিসেম্বর কামালপুর মুক্তদিবস হিসাবে পালিত হয়ে আসছে।