স্টাফ রিপোর্টারঃ জামালপুর জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং ফার্মা এন্ড ফার্ম কোম্পানীর কর্ণধার আবুল কালাম আজাদ মেডিসিন (৬০) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি… রাজিউন)। বৃহস্পতিবার ভোরে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যু কালে ৩ সন্তান ও ১ স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। বাদ জুম্মা নামাজ শেষে বকশীগঞ্জ পৌর এলাকায় নয়াপড়া গ্রামের তার পারিবারিক কবরাস্থানে দাফন করা হবে।
এর আগে বৃহস্পতিবার দুপুর ২ টায় নয়াপল্টন সিটি হার্টের সামনে ও দ্বিতীয় জানাযা বেলা তিনটায় গাজীপুরের হোতাপাড়ায় অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সধারন সম্পাদক সাইফুল ইসলাম বিজয় জানান, আবুল কালাম আজাদ মেডিসিনের মৃত্যুতে স্থানীয় বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ৩ দিনের শোক পালন করবে। দলীয়ভাবে দেওয়া হবে সম্মানও।
দিনব্যাপী আবুল কালাম আজাদ মেডিসিনের দোয়া ও জানাযা নামাজে অংশ নেওয়ার জন্য দলীয়ভাবে মাইকিং করা হয়।
এদিকে আবুল কালাম আজাদ মেডিসিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদ। এক বার্তায় আবুল কালাম আজাদ মেডিসিনের রুহের মাগফিরাত কামনা করেন। এছাড়া শোক সন্তপ্ত পরিবারে পরিবারের গভীর সমাবেদনা জানান।