বকশীগঞ্জঃ জামালপুরের বকশীগঞ্জে ৫ মাস বয়সী এক সন্তানকে হত্যার দায়ে মোস্তুফা(৩২) নামে এক পিতাকে মৃত্যুদণ্ড ও ৫০হাজার টাকা জরিমানা করে রায় দিয়েছেন জামালপুর দায়রা জজ আদালত।
মোস্তুফা, পাশ্ববর্তী শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার দুধনই গ্রামের আব্দুল করিমের ছেলে। রায়ের সময় মোস্তুফা পলাতক ছিল।
রবিবার দুপুরে জামালপুর দায়রা জজ আদালতের বিচারক জুলফিকার আলী এ দন্ডাদেশ দেন।
মামলাসুত্রে জানাযায়, জামালপুরের বকশীগঞ্জে টুপকারচর গ্রামে ২০১১ সালে ১৯ মে বিকালে একটি মোবাইলের জন্য স্ত্রী রোজিনার সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে ৫মাস বয়সী নিজের সন্তান আসিফকে পা ধরে চৌকির সাথে আছাড় দিলে ঘটনাস্থলেই মারা যায়।
পরে স্থানীয়রা তাকে ধরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে পিতা মোস্তুফাকে আটক করে। এ ঘটনায় স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে পরদিন ২০.০৫.২০১১ তারিখে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
মামলায় ১৪ জন স্বাক্ষীর মধ্যে ৯ স্বাক্ষী প্রদান করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা বকশীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ঘটনার তদন্ত করেন। আসমিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নাজমুল হক ও অ্যাডভোকেট কামাল।
জামালপুর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) নির্মল কান্তি ভদ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।