জামালপুরঃ জামালপুর বকশীগঞ্জ কর্মরত সাংবাদিকদের পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়। শুক্রবার দিনব্যাপি মিলন মেলায় বকশীগঞ্জের কামালপুরের লাউচাপড়া বিনোদন কেন্দ্র ছিল উৎসব মুখর। সকাল থেকে অতিথিদের পদচারণায় মুখরিত হয়ে উঠে লাউচাপড়া বিনোদন কেন্দ্রটি।
দিনব্যাপি মিলন মেলায় যোগদেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা, সহকারী ভুমি কমিশানার সিন্ধা দাশ, বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ থানার অফিসার ইন চার্জ শফিকুল ইসলাম স¤্রাট, বকশীগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজায়ের আদনান, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসান মাহাবুব খান, স্ট্যান্ডাট ব্যাংক বকশীগঞ্জ শাখার ব্যবস্থাপক আক্তার হোসেন, বাংলাদেশ কৃষি ব্যাংক বকশীগঞ্জ শাখার ব্যবস্থান একরামিন বাবুসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা বৃন্দ।
দুপুরে ভোজন শেষে সামাজিক দুরত্ব বজায় রেখে হাড়িভাঙ্গা, বালিশ খেলা ও ছোটমনিদের চকলেট কুড়ানো খেলায় অনুষ্ঠানের শেষে পুরস্কার বিতরণ করা হয়।
পারিবারিক মিলন মেলায় সাংবাদিকরা স্বস্ত্রীক অংশ নেয়।