বকশীগঞ্জঃ বিএনপির সাবেক সাধারন সম্পাদক মানিক সওদাগরকে আহ্বায়ক ও সাবেক যুবদলের সভাপতি ও সর্বশেষ কমিটির আহ্বায়ক ফখরুজ্জামান মতিনকে সদস্য সচিব করে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বহুল আলোচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে জামালপুর জেলা বিএনপি।
মঙ্গলবার এ কমিটি অনুমোদন দেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম ও সাধারন সম্পাদক এডঃ শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।
সাবেক ও বর্তমানের অনেক নেতাকর্মীর সমন্বয় করে কমিটি করা হলেও বিএনপিতে ফিরেননি বকশীগঞ্জ উপজেলার সর্বকালের সেরা জনপ্রিয় ব্যক্তিত্ব বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ তালুকদার।
কমিটির ১নং সদস্য করা হয়েছে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও পুলিশের সাবেক আইজিপি আব্দুল কাইয়ুমকে।
এছাড়া কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন মোঃ সামছুল হক, মোঃ আব্দুল হালিম, মোঃ নুরুল ইসলাম বাদশা, মোঃ রফিকুল ইসলাম ক্বারী, মোঃ হাসিবুল হক সঞ্জু, মোঃ মিজানুর রহমান তালুকদার, মোঃ আব্দুল হামিদ, মোঃ নুর ইসলাম তোতা, মোঃ মোতালেব সরকার, মোঃ আব্দুল্লাহ আল মোকাদ্দেছ রিপন, এডঃ মোকাম্মেল, মোঃ গোলাম রব্বানী, আব্দুল মজিদ সরকার, অধ্যাপক বজলুর রশিদ, মোছাঃ শান্তি বেগম।
দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগে ২০১৬ সালের ৬ অক্টোবর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ তালুকদারকে বহিষ্কার করে বিএনপি। কেন্দ্রীয় বিএনপির উপ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিটুর স্বাক্ষরিত বহিষ্কারাদেশে তাকে বহিষ্কার করা হয়। সাথে সাথে বিলুপ্তি করা হয় উপজেলা বিএনপির কমিটি।
এর পরে আব্দুল কাইয়ুমের নির্দেশনা মোতাবেক উপজেলা যুবদলের সভাপতি ফখরুজ্জামান মতিনকে আহ্বায়ক করে বকশীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করলেও চরমভাবে ব্যর্থ হয় সেই কমিটি।
এর আগে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ২০১৪ সালের ১৬ ফেব্রুয়ারিতে বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র পদে প্রার্থী হওয়ায় মানিক সওদাগরকেও বহিষ্কার করে বিএনপি। এ সময় তাদের বহিষ্কারাদেশে স্বাক্ষর করেন দলের যুগ্ম মহসাচিব রুহল কবির রিজভি।
তাদের বহিস্কারাদেশের ফলে দীর্ঘদিন এ দুই নেতা বিএনপি রাজনীতির বাইরে ছিল। ফলে বকশীগঞ্জ উপজেলা অত্যন্ত দুর্বল হয়ে পড়ে।
পরে ২০১৮ সালের ১৩ নভেম্বর বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ তালুকদার এবং সাধারণ সম্পাদক মানিক সওদাগরের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় বিএনপি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি তাদের বহিস্কারাদেশের প্রত্যাহারপত্রে স্বাক্ষর করেন।
প্রত্যহারের ফলে মানিক সওদাগর দলে ফিরে এলেও বকশীগঞ্জের সর্বকালের সেরা জনপ্রিয় ব্যক্তিত্ব আব্দুর রউফ তালুকদার আর বিএনপিতে ফিরেননি।