বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি ॥ জামালপুরে বকশীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে রৌমারী- ঢাকা মহাসড়কের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা রৌমারীগামী রিযাদ রিয়ান পরিবহনের গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা ৩০ যাত্রী আহত হয়। এদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। আহতদের বকশীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় মানুষ, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে। বকশীগঞ্জ থানার উপ পরিদর্শক এস আই শরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।