স্টাফ রিপোর্টারঃ জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হারুন অর রশীদ (৫০) নামে এক আমড়া ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার সারমারা ঝালরচর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, হারুন বাড়ি বাড়ি গিয়ে আমড়া কিনে তা বিক্রি করতেন। সোমবার বিকেলে ঝালরচর গ্রামের মুছা আলীর গাছের আমড়া পাড়তে গেলে গাছের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সঙ্গে শরীর স্পর্শ হলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) তাহেরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।