স্টাফ রিপোর্টারঃ জামালপুরের বকশীগঞ্জে দিন দুপুরে দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। চুরের দল এক অবসরপ্রাপ্ত নৌবাহিনীর সদস্য ও সহকারী শিক্ষিকা দম্পত্তির গেটের গ্রীল ও দরজা ভেঙ্গে প্রায় ৬ ভরি স্বর্ণালংকার চুরি করে। সোমবার দুপুরে বকশীগঞ্জ পৌর এলাকার হাসপাতালের পিছণে এ ঘটনা ঘটে।
বাড়ীর মালিক আশরাফ হোসেন জানান, তিনি নিজেও মোবাইল ব্যবসায়ী । তার বকশীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। স্ত্রী একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। প্রতিদিনের ন্যায় সকালে খাবার খেয়ে স্ত্রী স্কুলে ও নিজে ব্যবসা প্রতিষ্ঠানে চলে যান। দুপুরে বাসায় ফিরে দেখেন বাসার গ্রীল কাটা ও দরজা ভাঙ্গা। পরে ঘরে প্রবেশ করে দেখেন চোরের দল ঘরের আলমিরা ভেঙ্গে একটি মোবাইল ও ৬ ভরি স্বর্নালংকার নিয়ে গেছে।
এ বিষয়ে বকশীগঞ্জ থানায় একটি সাধারন ডাইরীও করা হয়েছে।