স্টাফ রিপোর্টারঃ বকশীগঞ্জ কিয়ামত উল্লাহ কলেজ ছাত্রলীগের সভাপতি ফারহাদ রেজার জামিন মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার জামিন আবেদন করলে কলেজ শাখার সভাপতির জামিন মঞ্জুর করলেও সাধারন সম্পাদক আদনান আকাশের জামিন না মঞ্জুর করে।
এর আগে বুধবার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের ওয়াহেদুজ্জামান তাদের জামিন না মঞ্জুর করে আদালতে প্রেরনের নির্দেশ দেন।
ছাত্রলীগের নেতাকর্মীরা জানায়, গত ১২ মে ডিগ্রী ফরম ফিলাপে দরিদ্র শিক্ষার্থীদের বিনা টাকায় ফরম ফিলাপের আবেদন করলে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে খারাপ আচারণ করেণ কলেজ অধ্যক্ষ ইদ্রিস আলী। পরে ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি ও সাধারন সম্পাদকের বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ এনে ১৩ মে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন বকশীগঞ্জ কিয়ামত উল্লাহ কলেজের অধ্যক্ষ ইদ্রিস আলী।
এ ঘটনার জের ধরে বকশীগঞ্জ কিয়ামত উল্লাহ কলেজে সাঁটানো বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্মলিত উপজেলা ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগ ও সজীব ওয়াজেদ জয় পরিষদের একাধিক ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলার ঘটনাও ঘটে।
এর পর থেকে কলেজ অধ্যক্ষ ইদ্রিস আলীকে বিএনপি জামাতের এজেন্ট দাবী করে দ্রুত অপসারনের দাবী করে আসছিল ছাত্রলীগ ।
যদিও ছাত্রলীগের ব্যানার ছিড়ে ফেলার দাবী সম্পুর্ণভাবে অস্বীকার করেন কলেজ অধ্যক্ষ ইদ্রিস আলী।
মামলা দায়েরের পর থেকেই দুই ছাত্রলীগের নেতাসহ কলেজ ছাত্রলীগের অনেক নেতাকর্মী গ্রেফতার এড়াতে আত্মগোপনে থাকার পর গত ২৯ মে আদালতে জামিন চাইলে ২৫ জুন পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করে।
পরবর্তীতে ২৬ জুন বুধবার জামিন চাইলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়