বিশেষ প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে ৩ অপহরণকারীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহৃত ৯ম শ্রেনীর ছাত্র জিনাত ইসলামকে উদ্ধার করেছে পুলিশ।
জিনাত ইসলাম, বকশীগঞ্জ ভোকেশনাল স্কুলের ৯ম শ্রেনীর ছাত্র।
অপহরনকারী হল পৌর এলার হাজীপাড়া গ্রামের ইসহাক আলীর ছেলে মাসুদ রানা (১৬), নয়াপাড়া গ্রামের ইরফান আলীর ছেলে আরাফাত ইয়াসিন, চন্দ্রবাজ গ্রামের মিষ্টার আলীর ছেলে মিজানুর রহমান (২০)
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম মাহাবুবুল আলম জানান, শুক্রবার বিকালে বকশীগঞ্জ ভোকেশনাল স্কুলের সামনে থেকে অপহৃত জিনাত। পরে অপহারণকারীরা মুক্তিপন হিসাবে মোবাইল ফোনের মাধ্যমে ১০ হাজার টাকা দাবী করে।
পরে পুলিশ মোবাইল ট্রাকিং এর মাধ্যমে বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অপহারণকারীদের জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ অপহারনকারী আটক করে। পরে তাদের স্বীকারোক্তিনুযায়ী অপহৃত জিনাত কে উদ্ধার করে।
সহকারী পুলিশ সুপার মোঃ সুমন মিয়া জানান, অপহরনকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
অপহৃত জিনাতের বাবা বকশীগঞ্জের নিলক্ষিয়া ইউনিয়নের বাসিন্দা সাইফুল ইসলাম লেচু পুলিশের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে জানান, পুলিশের দ্রুত পদক্ষেপের ফেলে তার ছেলেকে উদ্ধার করা সম্ভব হয়েছে।