Blog Image

বকশীগঞ্জেও ফণীর প্রভাব, হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি

স্টাফ রিপোর্টার ॥ ফণী প্রভাব ফেলছে বকশীগঞ্জেও রাত ও সকাল ১০ টা পর্যন্ত আকাশ পরিস্কার থাকলেও সাড়ে ১০ টা থেকে বৃষ্টি নামতে শুরু করেছে। তবে হালকা বাতাস থাকলেও কোন জোর নেই।
ফণীর প্রভাবে তাপমাত্রা অনেকটাই কমে গেছে। বেশ কয়েক দিনের গরমের পর ফণীতেই আপাদত স্বস্থি।
এদিকে ভু-উপগ্রহের চিত্র অনুযায়ী শনিবার ভোরে পুর্ণ শক্তি নিয়ে জামালপুর ও ময়মনসিংহ এর উপর দিয়ে বাংলাদেশের সীমানা ত্যাগ করবে ফণী। পরে ভারতে আসামে গিয়ে ফণীর ফণা হারিয়ে ফেলবে।

নিউজটি শেয়ার করুন..

[custom_share_link]

এ ধরনের আরও খবর