স্টাফ রিপোর্টার ॥ প্রথমে ভালবাসা দিব, কাজ না হলে ব্যবস্থা জানালেন বকশীগঞ্জ পৌরসভার প্রথম মেয়র নজরুল ইসলাম সওদাগর।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বকশীগঞ্জ পৌর এলাকায় জলবদ্ধতা নিরসনে সম্ভাব্য ড্রেন নির্মান স্থান পরিদর্শণ শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব জানান।
তিনি বলেন, বকশীগঞ্জ পৌরবাসীর উন্নত পরিবেশে বসবাস উপযোগী করতে সম্ভব সবকিছুই করবে। এক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া হবে না।
তিনি জানান, ৬ বছর আগে পৌরসভা গঠিত হলেও এই সময় উন্নয়ন বঞ্চিত ছিল। মানুষ যে আশা ও প্রত্যাশা নিয়ে আমাকে নির্বাচিত করেছে আমি পৌরবাসীর প্রত্যশা পুরণের সর্বাত্মোক চেষ্টা করব। এর জন্য সম্ভব সবকিছুই করব।
রাস্তা যানজট সর্ম্পকে পৌর মেয়র বলেন, প্রভাবশালীরা অনেক জায়গায় দখল করে রয়েছে, এসব উচ্ছেদ করে প্রতিটি রাস্তাই প্রসস্থ করা হবে। কোন বাধা বিপত্তিই মানা হবে না। প্রথমে ভালবাসা দেওয়া হবে, কাজ না হলে কঠোর ব্যবস্থা।
মঙ্গলবার শপথ নেওয়ার পর নির্বাচিত কাউন্সিলর ও পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীদের নিয়ে বকশীগঞ্জ বাজার পরির্দশন করেন।
এসময় যেসব দোকানে টিনের তৈরী ঝাপ রয়েছে সেগুলোকে আগামী সাত দিনের মধ্যে আধুনিক নিরাপদ সাটার তৈরীর নির্দেশ দেন এবং রাস্তা দখলকারী দোকন ও ব্যবসা প্রতিষ্ঠান সমুহে আগামী সাতদিনে মধ্যে খালি করারও নির্দেশ দেওয়া হয়।
এ সময় স্থানীয় এমপি আবুল কালাম আজাদের প্রতিনিধি সাকাতুল্লাহ সাকা, যুবলীগের আহ্বায়ক নেপাল চন্দ্র সাহা, পৌর সচিব নুরুল আমিন, প্রকৌশলী ফখর উদ্দিন আহামেদ, লাইসেন্স পরিদর্শক মিজানুর রহমান ও কাউন্সিলররা ছাড়াও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।