স্টাফ রিপোর্টার ॥ সময় যত ঘনিয়ে আসছে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অপ্রতিরুদ্ধ হয়ে উঠছে জুমান তালুকদারের চশমা।
উক্ত পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছেন জুমান তালুকদার চশমা, আব্দুল আলিম তারা টিয়াপাখি, এস.এম আবু সায়েম মাইক, জহুরুল হক জয়নাল উড়োজাহাজ, আনিসুজ্জামান হেবুল ভাল্ব, মোজাহারুল ইসলাম ভিমল তালা, জিয়াউল হক জিয়া নলকুপ, আব্দুল্লাহ আল সাফি লিপন বই প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এর মধ্যে আলোচনায় রয়েছে জুমান তালুকদার, আব্দুল্লাহ আল সাফি লিপন, আব্দুল আলিম তারা ও আবু সায়েম।
তবে এ পদে মুল প্রতিদ্বন্দ্বিতা হবে জুমান তালুকদারের সাথে।
কে এই জুমান তালুকদার: উপজেলা ছাত্রলীগের সভাপতি জুমান তালুকদার। আওয়ামীলীগের বিভিন্ন মিটিং মিছিলে জুমান তালুকদারের ভুমিকা ছিল একে বারের সামনে কাতারে। অন্যায়ের বিরুদ্ধে এক অমোঘ অস্ত্র হচ্ছেন এই জুমান তালুকদার। অন্যায়ের সাথে যুদ্ধ করতে গিয়ে এ পর্যন্ত প্রায় ডজেন খানেক মামলা আসামী হয়েছেন এই জুমান তালুকদার।
শুধু বকশীগঞ্জ উপজেলাতেই নয় সারা জামালপুরের ব্যাপক পরিচিত জুমান তালুকদারের রয়েছে ছাত্রলীগের তরুণ সমাজ। যারা প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত জুমান তালুকদারের সাথে বিভিন্ন জনসভা, গন সংযোগ, উঠান বৈঠকে অংশ নিয়ে থাকেন।
প্রত্যেক ছাত্রলীগের কর্মী এখন এক একজন জুমান তালুকদার হয়ে উঠে নিরলশভাবে প্রতিটি ইউনিয়নের প্রতিটি গ্রামে ছড়িয়ে পড়ে জনমত তৈরীতে অগ্রণী ভুমিকা পালন করছেন।
বর্তমান সময়ে জুমান তালুকদার ও তার চশমা প্রতীক অপ্রতিরুদ্ধ হয়ে উঠেছে।