বিশেষ প্রতিনিধি: বকশীগঞ্জের কৃতিসন্তান, কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার কর্মরত এসআই মোহাম্মদ উবায়দুর রহমান ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার নির্বাচিত হয়েছেন।
এ উপলক্ষে শনিবার (১৯ জানুয়ারি) ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এক অনুষ্ঠানে তাকে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হিসেবে পুরস্কৃত করা হয়।
ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, পিপিএম ডিসেম্বর-২০১৮ মাসের রেঞ্জ সেরা কমিউনিটি পুলিশিং অফিসার হিসেবে পাকুন্দিয়া থানার এসআই মোহাম্মদ উবায়দুর রহমান এর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
এ সময় ঢাকা রেঞ্জ পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ ছাড়াও কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মো. মাশরুকুর রহমান খালেদ, বিপিএমসহ ঢাকা রেঞ্জের সকল পুলিশ সুপার (এসপি) উপস্থিত ছিলেন।