বিশেষ প্রতিনিধিঃ বকশীগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য ফরহাদ হোসেন পলাশের নেতৃত্বে জামালপুর ১ নির্বাচনী এলাকায় বকশীগঞ্জে নৌকার সমর্থনে মিছিল ও সমাবেশ করেছে নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ মিছিল করেছে নেতাকর্মীরা। এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় তারা মিছিল করে।
মিছিলটি বকশীগঞ্জ বাজার প্রদক্ষিন শেষে দর্জি কল্যান শ্রমিক ইউনিয়ন অফিসে এসে শেষ হয়। সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে তারা নৌকা প্রতীকে ভোট চান।
এসময় নৌকার পক্ষে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মহসীন বকশী, শ্রমিক নেতা আশেক আলী, ইয়াহিয়া, দর্জী কল্যান ইউনিয়নের সভাপতি সুবাশ কুমার, রফিকুল ইসলাম প্রমুখ।