বিশেষ প্রতিনিধিঃ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে প্রার্থীদের তোড়জোড় শুরু হয়েছে। শোডাউনের মাধ্যমে জানান দিচ্ছে প্রার্থীরা। ইত্যিমধ্যেই শহরের ফেস্টুন গুলো গ্রাম পর্যায়ে পৌছে গেছে। রাস্তায় রাস্তায়, গাছে গাছে বিদ্যুতের খুটিতে শোভা পাচ্ছে না ধরনের ফেস্টুন।
প্রার্থীরা জনসভা, উঠান বৈঠক ও গনসংযোগ করে প্রতিশ্রুতির ফুলঝুরি ছাড়াচ্ছে। একের পর এক চলছে শোডাউন। এ থেকে বাদ যায়নি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল মজিদ।
বুধবার শতাধিক মোটরসাইকেল ও হাতে নিজেদের প্রতীক হাতপাখা নিয়ে শোডাউন দিয়েছেন এলাকায়। শোডাউন প্রত্যেক জনের হাতে ছিল দলীয় প্রতীক হাতপাখা।
দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ এ এলাকায় চরমোনাইর পীরের কমপক্ষে ২০ হাজার ভক্ত রয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর জয় পরাজয়ে গুরুত্বপুর্ন ভুমিকা রাখবে বলে ধারনা করা হচ্ছে।