বিশেষ প্রতিনিধিঃ জামালপুরের শরিফপুরে যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার শরিফপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন যুবলীগ সভাপতি মিজানুর রহমান মিন্টুর সভাপতিত্বে বক্তব্য দেন রেজাউল করিম হীরা এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যাপক সুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল জাফু, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, জেলা যুবলীগ সভাপতি রাজন সাহা রাজু, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, হুমায়ুন কবীর ও ইউপি চেয়ারম্যান রফিকুল আলম।
সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন, বঙ্গবন্ধুর প্রকৃত অনুসারী হতে হলে ভোগের রাজনীতি বাদ দিয়ে ত্যাগের রাজনীতি করতে হবে। অন্যদিকে ইসলামপুর চিনাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গুঠাইল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীর সভায় প্রধান অতিথি ছিলেন এমপি আলহাজ ফরিদুল হক খান দুলাল। নাফিকুল ইসলাম নাফির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস ছালাম, সহসভাপতি মজিবর রহমান শাহজাহান, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী ও জেলা পরিষদ সদস্য আব্দুর রাজ্জাক লাল মিয়া।