বিশেষ প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্থানীয় সাংবাদিক ও রাজনীতিবিদদের বিরুদ্ধে নানান ধরনের কুটক্তি করায় রফিকুল ইসলাম রফিক (রফিক বাগ) ৩৫ নামে যুবককে আটক করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে তাকে বকশীগঞ্জ মালীবাগ মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়।
রফিক, বকশীগঞ্জ পৌর শহরে দক্ষিন বাজার এলাকার হুলা খলিফার ছেলে।
অভিযোগকারী দৈনিক ভোরের কাগজ পত্রিকার বকশীগঞ্জ প্রতিনিধি রাশেদুল ইসলাম রনি জানান, রফিক বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাংবাদিক ও স্থানীয় রাজনীতিবিদদের সর্ম্পকে নানান ধরনের অশ্লীল কুটক্তি করে আসছিল। এতে স্থানীয় সংবাদিক ও রাজনীতিবিদরা ক্ষুব্দ হয়। একজন সংবাদিক হিসাবে সংবাদিকদের বিরুদ্ধে কুটক্তি করায় তার বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করি।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন দাশ জানান, রফিক বিভিন্ন ফেসবুক আইডি ব্যবহার করে সাংবাদিক ও রাজনীতিবিদদের বিরুদ্ধে বিভিন্ন কুরুচিপুর্ণ স্ট্যাটাস দিয়ে আসছিল। পরে সংবাদিকদের পক্ষ থেকে তার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে রাতে মালীবাগ এলাকা থেকে রফিককে আটক করা হয়েছে।
রফিকের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের প্রস্তুতি চলছেও বলে নয়ন দাশ আরও জানান।