জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহে বাঘ শাবককে উদ্ধার করেছে এলাকাবাসি।
১৬ আগস্ট দুপুরে ঝাউগড়া ইউনিয়নের পইরবাড়ির গ্রামে একটি পরিত্যাক্ত কূপ থেকে এলাকাবাসি ব্যাঘ্র শাবকটি উদ্ধার শেষে শিকল লাগিয়ে খাঁচায় বন্দি রাখে।
স্থানীয়রা জানায়, দুপরে মেলান্দহ উপজেলার ঝাউগরা ইউনিয়নের পইরবাড়ি গ্রামে একটি পরিত্যক্ত কুপে বাঘের শাবকটি দেখতে পায়। পরে স্থানীয়রা জনগন এটি উদ্ধার করে একটি খাঁচায় আটকে রাখে। খবর পেয়ে এলাকার শত শত লোক বাঘের শাবক দেখার জন্য ভীড় জমাচ্ছেন।
বর্তমানে এলাকায় বাঘ আতংক বিরাজ করছে।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামিম আল ইয়ামীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- বনবিভাগে শাবকটি হস্তান্তরের প্রক্রিয়া চলছে।