স্টাফ রিপোর্টারঃ জামালপুরের বকশীগঞ্জে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার দুপুর ২টায় উপজেলা পরিষদের উদ্যোগে বকশীগঞ্জ থানা পুলিশের সহায়তায় শান্তিপূর্ণভাবে দেড় হাজার মানুষের মাঝে তবারক (খাবার) বিতরণ করা হয়। উপজেলা পরিষদ চত্বরে তবারক বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান সিদ্দিক, বকশীগঞ্জ থানার ওসি মো: আসলাম হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার পাখি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।