বুধবার, ০৭ জুন ২০২৩, ০৫:১৬ পূর্বাহ্ন
Bengali Bengali English English
সদ্য পাওয়া :
টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখার নতুন কমিটি গঠিত বকশীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা দেওয়ানগঞ্জে মাদ্রাসা শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বকশীগঞ্জে পুলিশের অভিযানে বিএনপির ৯ নেতাকর্মী আটক বকশীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে স্ত্রীর যৌতুকের মামলা দুইবার বিয়ের পরও সন্তান-স্ত্রীকে অস্বীকার করছেন ইউপি চেয়ারম্যান! বকশীগঞ্জে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু আলীরপাড়া গ্রাম থেকে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার বকশীগঞ্জে গণধোলাইয়ের শিকার আ.লীগ নেতা সাংবাদিক নাদিমের উপর হামলা কারীদের গ্রেফতার দাবিতে প্রতিবাদ সামাবেশ

বকশীগঞ্জে জাতীয় শোক দিবস পালিত

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ আগস্ট, ২০১৮
  • ১৭১০ জন সংবাদটি পড়ছেন

স্টাফ রিপোর্টারঃ জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৫ আগস্ট সকাল সাড়ে নয়টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।


বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসান সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, বকশীগঞ্জ থানার ওসি আসলাম হোসেন, বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ এরশাদুল হক ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল আমিন ফোরকান, আওয়ামী লীগ নেতা সাকাওয়াতুল্লাহ সাকা, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রমজান আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে সকাল সাড়ে ১০টায় এন এম উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এদিকের বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদের নেতৃত্বে নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসুচী শুরু করে। পরে তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতের পুস্পমাল্য অর্পণ করে। পরে বিকালে উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেয়। এর আগে উপজেলার প্রত্যেক ইউনিয়ন ও ওয়ার্ড সমুহও বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী পালিত হয়। এসময় উপজেলা আওয়ামীলীগসহ সহ ইউনিয়ন আওয়ামীলীগ ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীরা দোয়া মাহাফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন করে।
অপরদিকে বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইদ্রিস আলীর নেতৃত্বে শোক দিবস উপলক্ষে শোক র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি কলেজ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কলেজের সকল শিক্ষার্থী, প্রভাষক, কর্মচারী ও শিক্ষার্থীরা শোক র‌্যালিতে অংশ নেন।
বাংলাদেশ ছাত্রলীগ বকশীগঞ্জ উপজেলা শাখা ও কলেজ শাখা যৌথভাবে বঙ্গবন্ধু শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বকশীগঞ্জ কিয়ামত উল্লাহ কলেজ মাঠে আলোচনা সভার আয়োজন করে। ফরহাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলগের সভাপতি নুর মোহাম্মদ। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বিজয়। বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জুমান তালুকদারসহ দলীয় নেতাকর্মীরা।

পছন্দ হলে শেয়ার করুন

এ ধরনের আরও সংবাদ
সাপ্তাহিক বকশীগঞ্জ
        Develop By CodeXive Software Inc.
HelloBangladesh