অনলাইন ডেস্কঃ ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের কুপওয়ারা জেলা সীমান্তে দেশটির সেনাবাহিনীর গুলিতে দুই পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে। ‘অনুপ্রবেশকারীদের’ সহযোগিতায় পাকিস্তানি সেনারা গুলি করলে পাল্টা জবাবে ওই দু’জনের প্রাণ যায়।
সোমবার (১৩ আগস্ট) রাতে এই গুলি-পাল্টা গুলির ঘটনা ঘটে বলে জানান ভারতীয় সেনাবাহিনীর একজন মুখপাত্র। তার বরাত দিয়ে মঙ্গলবার (১৪ আগস্ট) সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
ওই মুখপাত্র বলেন, সীমান্তের তাংধার সেক্টর দিয়ে একদল লোক ভারতে অনুপ্রবেশ করছিল। তাদের ঢুকিয়ে দিতে গুলি ছুড়ে সহযোগিতা করছিল পাকিস্তানি সেনারা। তখন ভারতীয় বাহিনী পাল্টা গুলি চালালে পাকিস্তানের দুই সৈন্য নিহত হয়।
অবশ্য এর আগে ‘অনুপ্রবেশকারীদের’ ঠেকাতে গিয়ে গুলিতে প্রাণ হারান ভারতীয় এক সৈন্য। তারপরই অনুপ্রবেশকারীদের পিছু হটাতে পাল্টা আক্রমণে যায় ভারতীয় বাহিনী।
সামরিক বাহিনীর শ্রীনগরের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানান, তাংধার সেক্টরে পাক আর্মি সদস্যরা অনুপ্রবেশকারীদের সাহায্য করে যুদ্ধবিরতি ভঙ্গ করেছে।