বিশেষ প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে মোটরযান অধ্যাদেশ-১৯৮৩ এর আইনে ১৩টি মামলা দায়েরসহ ৬ হাজার ৫০০ টাকা আদায় করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু হাসান সিদ্দিক জানান, ভ্রাম্যমান আদালতে মাধ্যমে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্থানীয় পুলিশের সহায়তায় মোটরযান অধ্যাদেশ-১৯৮৩ এর আইনে ১৩টি মামলা দায়েরসহ ৬ হাজার ৫০০ টাকা আদায় করা হয়েছে।
এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। এদিকে বকশীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকাতেও পুলিশের বিশেষ অভিযান চালানো হয়। এতে ৫টি মামলা হয়েছে। গতকাল ট্রাফিক সপ্তাহের প্রথম দিনে ৭টি মামলা দায়ের করা হয়। বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক মশিউর রহমান সত্যতা নিশ্চিত করেছেন।