স্টাফ রিপোর্টারঃ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদ বলেছেন, আপনার পরিচয় হোক আপনি আওয়ামীলীগের কর্মী। কারও পক্ষে নিয়ে কাজ করার দরকার নেই। শুক্রবার দলীয় কার্যালয়ে আসছে ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকীর প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আওয়ামীলীগের একটি বড় দল, সকল মতভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে দলীয় প্রার্থীকে জিতাতে হবে। কোন কারণে আওয়ামীলীগ সরকার ফেল করলে এর চরম পরিনিতি ভোগ করতে হবে দলীয় নেতাকর্মীদের।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বিজয় উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জয়নাল আবেদীন, ইসমাইল হোসেন বাবুল তালুকদার, নজরুল ইসলাম সাত্তার, ফজলুল রহমান খুদু, জালাল উদ্দিন, আব্দুল্লাহ আল মোকারেস খোকন, জুমান তালুকদার, হাসানুজ্জামান সজিব, মারুফ সিদ্দিকী, আজাদ হোসেন লাবলু, মিষ্টার রানাসহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে আগামী কাল শনিবার নুর মোহাম্মদ সরকারের উন্নয়নের ফিরিস্তি নিয়ে উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে সাধুরপাড়া ইউনিয়নে গ্রামে গ্রামে যাবেন বলে ঘনিষ্ঠসুত্রে জানাগেছে। এর মধ্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদের পক্ষে সরকারের উন্নয়ন বার্তা নিয়ে উপজেলার কামালপুর ও বগারচর ইউনিয়নে প্রচার কাজ শেষ করেছেন উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা।