বিশেষ প্রতিনিধি ঃ ভারী বৃষ্টি মধ্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদের পক্ষ নিয়ে বর্তমান সরকারের উন্নয়নের ফিরিস্তি নিয়ে গ্রাম থেকে গ্রামে ছুটে বেড়াচ্ছে উপজেলা আওয়ামীলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নে এমনটা চিত্র দেখা যায়।
এর আগে তারা কামালপুর ও বগারচর ইউনিয়নের প্রচারনা চালায়।
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বিজয়সহ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জয়নাল আবেদীন, ইসমাইল হোসেন বাবুল তালুকদার, নজরুল ইসলাম সাত্তার, ফজলুল রহমান খুদু, জালাল উদ্দিন, আব্দুল্লাহ আল মোকারেস খোকন, জুমান তালুকদার, হাসানুজ্জামান সজিব, মারুফ সিদ্দিকী, আজাদ হোসেন লাবলু, মিষ্টার রানাসহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্ব-প্রনোদিতভাবে সাধারন মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। এ সময় তারা জাতীয় ও স্থানীয় ভাবে বর্তমান আওয়ামীলীগ সরকারের উন্নয়নের চিত্র সম্বলিত লিফলেট বিতরণ করছেন।