মেলান্দহ প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহে প্রায় এক কোটি টাকা ব্যায় নাট মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মীর্জা আজম এমপি।
২৮ জুলাই বেলা ১২টায় বারইপাড়া স্থাপিত এই নাট মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর এই অর্থ যোগান দিবে।
ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বরা এক আলোচনা সভার আয়োজন করেন।
মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি আশুতোষ সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাট-বস্ত্র প্রতিমন্ত্রী আলহাজ মির্জা আজম এমপি।
এছাড়া অন্যান্যের বক্তব্য রাখেন- ইউএনও তামিম আল ইয়ামীন, মেয়র শফিক জাহেদী রবিন, উপজেলা আ’লীগ সভাপতি আ: রাজ্জাক সুজা, পৌর আলীগ সভাপতি-নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, যুবলীগ নেতা তপন সুত্রধর প্রমুখ।
পরে মীর্জা আজম ভিক্ষুকদের পূণর্বাসন উপলক্ষে ৮০ জন ভিক্ষুকদের মাঝে রিক্সা-ভ্যান-গবাদিপশু, সেলাই মেশিন এবং মনোহারি দোকানের মালামাল বিতরণসহ ব্যাংক এশিয়ার মেলান্দহ শাখা উদ্ধোধন করেন।