বিশেষ প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এতে আলী হাসান খোকা সভাপতি ও আব্দুল মজিদ সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছে।
নির্বাচনী ফলাফলে দেখা যায় আলী হাসান খোকা চেয়ার প্রতীক নিয়ে মোট ভোট পান ৫৩টি। তার নিকটতম প্রতিদ্বন্দি ফিরোজ মিয়া ৪৮টি। এছাড়া হারিকেন প্রতীক নিয়ে মুক্তিযোদ্ধা আজমল হক ভোটন পান-০৯টি।
সাধারন সম্পাদক পদে আব্দুল মজিদ ফুটবল প্রতীক নিয়ে ভোট পান ৪৬, তার নিকটতম প্রতিদ্বন্দি হুমায়ন কবির ছাতা প্রতীক নিয়ে ভোট পান -৩০টি। এছাড়া ভোট, সিরাজুল হক ঘুরি ২৫, সেকান্দর আলী চাকা-৬ ও খলিলুর রহমান ব্যাডমিন্টন প্রতীক নিয়ে ৩ ভোট পান।
সহ সভাপতি পদে আব্দুল আওয়াল আনারস প্রতীক ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দি মোর্শেদুজ্জামান ভোট পান- ৩৪টি। অর্থ সম্পাদক পদে গোলাম রাব্বানী কাপ পিরিচ প্রতীক নিয়ে ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দি শাহিন আলম জগ প্রতীক নিয়ে ২৫ ভোট পান। এছাড়া মনিরুজ্জামান বালতি প্রতীকে ২৪ ও আসলাম হোসেন মোরগ প্রতীক নিয়ে ১০ ভোট পান।।
সাংগঠনিক সম্পাদক পদে ইলিয়াস আলী দোয়াত কলম নিয়ে ৫৬ তার নিকটতম প্রতিদ্বন্দি ছানিউল ইসলাম সানি ৫০ ভোট পান।
মোট ভোটার সংখ্যা ১১৩টি। তবে ৩জন ভোট দান থেকে বিরত থাকেন। নির্বাচনে রিটানিং অফিসারের দায়িত্ব পালন করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সানোয়ার হোসেন।