বিশেষ প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুরে নতুন বিদ্যুতের লাইন স্থাপন করতে গিয়ে ৩ বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আর ৫বিদ্যুৎ শ্রমিক।
নিহতরা হলেন, তাহের (৩০), ওবায়দুর (৩৫) ও হাসান (৩১) । নিহতরা সবাই ইসলামপুর জোনাল অফিসে কর্মরত রয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে ইসলামপুর পৌর এলাকায় মধ্য দরিয়াবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মুল বিদ্যুতের লাইন চালু রেখেই বৃহস্পতিবার বিকালে সাড়ে তিনটার দিকে ইসলামপুর পৌর এলাকায় দরিয়াবাদ এলাকায় নতুন করে বিদ্যুৎ লাইন সংযোগের নিমিত্তে বিদ্যুতের খুটি স্থাপনের কাজ চলছিল।
এ সময় খুটির আঘাতে পুরাতন বিদ্যুৎ লাইনের একটি তার ছিড়ে নিচে থাকা শ্রমিকদের উপর পড়লে পল্লী বিদ্যুতের কর্মরত তাহের, ওবায়দুর ও হাসান নামের ৩ শ্রমিক ঘটনাস্থলেই মারা যায়।
এ ঘটনায় আর ৫ বিদ্যুৎ শ্রমিক আহত হয়েছে। আহতরা হলেন হেলাল, জুয়েল, মিঠুন, রুবেল, শফিকুল। তাদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সময় ইসলামপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার ভজন কুমার বর্মণ ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন।
মুল লাইন চালু রেখে কেন সাথেই নতুন খুটি স্থাপন করতে গেলেন জিজ্ঞাসা করার সাথে সাথেই ইসলামপুর যোনাল অফিসের ডিজিএম ভজন কুমার বর্মণ মোবাইল সংযোগ কেটে দেন।
৩ জনের মৃত্যু নিশ্চিত করে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে মৃতদেহ গুলি ময়না তদন্তের জন্য জামালপুরে মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।