বিশেষ প্রতিনিধিঃ জামালপুরে পুলিশের সাথে কথিত বন্দুক যুদ্ধে এক মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তবে নিহত মাদক ব্যবসায়ীর নাম ঠিকানা এখন পর্যন্ত পাওয়া যায়নি। এ ঘটনায় জামালপুর সদর থানার ওসিসহ ৩ পুলিশ আহত হয়েছে।
জামালপুর সদর থানা পুলিশ জানিয়েছে, বুধবার ভোরে জামালপুর শহরতলীর ছনকান্দা মাদ্রাসা বালুঘাট এলাকায় একদল মাদক ব্যবসায়ী মাদক ক্রয় বিক্রয় করছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি ছুড়ে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে এক মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়।এসময় অন্য মাদক ব্যবসায়ীরা ব্রহ্মপুত্র নদ পার হয়ে পালিয়ে যায়।পুলিশ ঘটনাস্থল থেকে ১হাজার পিচ ইয়াবা, একটি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে। নিহত মাদক ব্যবসায়ীর পরিচয় জানাতে পারেনি পুলিশ।
এ ঘটনায় জামালপুর সদর থানার আফিসার ইনচার্জ মো. নাসিমুল ইসলামসহ ৩ পুলিশ সদস্য আহত হয়।