ইসলামপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের এমপি প্রার্থী হিসেবে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন জামালপুরের সংরিক্ষত আসনের সংসদ সদস্য মাহজাবিন খালেদ বেবী মোশাররফ।
বুধবার বিকালে উপজেলার গোয়ালের চর ইউনিয়নের মালমারা গোয়ালেরচর বাজারসহ গ্রামের বিভিন্ন ওয়ার্ডে পায়ে হেঁটে ঘরের দুয়ারে দুয়ারে অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে গণসংযোগ করেন তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে সফর সঙ্গী হিসেবে ছিলেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি অঙ্গ সংগঠনসহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী।
গণসংযোগকালে বিএনপি নেতাদের উদ্দেশ্যে এমপি মাহজাবিন খালেদ বেবী মোশাররফ ভোটারদের উদ্দেশ্যে বলেন, বিএনপি ভাওতাবাজির রাজনীতিতে মসগুল। তারা সুস্থ্যধারার রাজনীতি বিশ্বাস করে না। সেকারণেই তারা ছলে বলে কৌশলে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। তবে কোনো কালেও বিএনপি নেতাদের ক্ষমতায় যাওয়ার ওই স্বপ্ন পুরণ হবে না।
এমপি মাহজাবিন খালেদ বেবী মোশাররফ আমি আপনাদের মেয়ে, আপনাদের মেয়ে যাতে আগামী সংসদ নির্বাচনে ইসলামপুর আসন থেকে এমপি নির্বাচিত হতে পারি, তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এর আগে দুপুরে ইসলামপুর উপজেলার বেলগাছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও বি এম কলেজে একটি স্বাস্থ্যসম্মত শৌচাগারের ভিত্তি স্থাপন করেন।