বিশেষ প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে নিলক্ষিয়া ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামে ৫ বছরের এক কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ধর্ষক রাজিব মিয়া (১৫) কে আটক করেছে পুলিশ।
রাজিব, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের সওদাগর আলীর ছেলে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, সোমবার বিকালে চকলেটের লোভ দেখিয়ে রাজিব তার ঘরে ডেকে আনে শিশুটিকে। পরে তাকে জোড় পুর্বক ধর্ষণ করে।
শিশুর ডাক চিৎকারে বাড়ীর অন্যান্য লোকজন ছুটে এসে রক্তাত্ব অবস্থায় শিশুটাকে উদ্ধার করে। এ সময় দরজা খোলে ধর্ষক রাজিব মিয়া দৌড়ে পালিয়ে যায়।
শিশুটিকে প্রথমে বকশীগঞ্জ সদর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়, অবস্থার অবনতি ঘটলে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করায়।
মঙ্গলবার ভোরে বিশেষ অভিযান চারিয়ে পাশ্ববর্তী শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা থেকে ধর্ষক রাজিব মিয়াকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে রাজিবের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলাও হয়েছে বলে ওসি আরও জানান।
শিশুটির বাবা ও মা তার নানার বাড়ী ভাটিয়াপাড়া রেখে ঢাকায় গার্মেন্টেসে চাকুরী করে।