বিশেষ প্রতিনিধিঃ আলোচনা সভা, র্যালী ও বিশেষ সেবা প্রদানের মাধ্যমে জামালপুরের বকশীগঞ্জে প্রতিটি ক্লিনিকেই প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলার ২৫টি ক্লিনিকেই বিশেষ সেবারও ব্যবস্থা করা হয়। এছাড়া সকল কমিউনিটি ক্লিনিকেই র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী শেষে প্রত্যেক ক্লিনিকই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে অন্যান্য ক্লিনিকের ন্যায় গোয়ালগাও কমিউনিটি ক্লিনিকেও যথাযথভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে গোয়ালগাও কমিউনিটি ক্লিনিকের কমিউনটি গ্রুপ এর সহ সভাপতি কায়ছার আমীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আলহাজ্ব সোলায়মান হক, হারুন মিয়া, মাওঃ সামিউল হক, নুরুজ্জামান, মমিন মিয়া, রাশেদা বেগম, রোকসানা বেগম, মাইনুল ইসলাম ও সিএইচসিপি মনিরা বেগম প্রমুখ।
এর আগে বিশেষ মোনাজাত ও এক র্যালী বের করে এলাকার বাসিন্দারা।