সাইফুল ইসলামঃ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা সমবায় সমিতি লিমিটেডের ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২টায় উপজেলা বিআরডিবি হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। ইউএনও আবু হাসান সিদ্দিকের সভাপতিত্বে উক্ত বার্ষিক সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। উপজেলা পল্লী উন্নয়ন দপ্তরের জুনিয়র অফিসার মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় এ সময় বক্তৃতা করেন সমাজসেবক হামিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ও বকশীগঞ্জ উপজেলা সমবায় সমিতি লিমিটেডের এডহক কমিটির আহবায়ক মোহাম্মদ আবদুল হামিদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: নাছির উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, গোলাম মর্তুজা প্রমুখ।
সভায় বকশীগঞ্জ উপজেলা সমবায় সমিতি লিমিটেডের সকল সদস্য, বিভিন্ন ইউনিয়নের সমবায় সমিতির ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। আয়-ব্যায়ের হিসাব, বার্ষিক প্রতিবেদন সহ নানা বিষয়ে আলোচনা করা হয়।