বিশেষ প্রতিনিধিঃ বকশীগঞ্জ উন্নয়ন ফাউন্ডেশন BDF”D এর উদ্যোগে সাবেক তথ্য এবং সাংস্কৃতি মন্ত্রী অাবুল কালাম অাজাদ এম পির স্ত্রী অানোয়ারা অাজাদের মূত্যু বার্ষিকী এবং BDF”D সদস্য জনাব সিদ্দিকুর রহমানের সদ্য প্রায়াত মায়ের রুহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিলেল আয়োজন করে।
শুক্রবার বাদ অাছর BDF’D এর সাধারন সম্পাদকের লালমাটিয়া অফিসে এ দোয়া মাহফিলের অায়োজন করা হয়।
দোয়া মাহফিলের অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি অানোয়ার হোসেন ফুয়াদ, সাধারন সম্পাদক রবিউল ইসলাম, সহসভাপতি সফিকুল ইসলাম, অাব্দুল্লাহ, হান্নান, বিল্লাল সিদ্দকী, নিরব, মোসাদ্দেক হিলার, ফয়সাল মাহমুদ সিদ্দিকী, শান্ত, সুমন,প্রকৌশলী নজরুল, সিদ্দিকুর রহমান,বাবুল মিয়া প্রমুখ।