জামালপুর প্রতিনিধিঃ ফার্মাস ব্যাংকের অর্থ কেলেংকারী ও ১৬০ কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের দায়ে দায়েরকৃত মামলার গ্রেফতারকৃত আসামী মাহাবুবুল হক বাবুল চিশতির ফাঁসির দাবীতে সংবাদ সম্মেলন করেছে জামালপুরের মুক্তিযোদ্ধারা।
বুধবার জামালপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলে এ সংবাদ সম্মেলন করেন মুক্তিযোদ্ধারা।
সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধারা বলেন, বাবুল চিশতি ফার্মাস ব্যাংকের টাকা আত্মসাৎ করে পুরো দেশের অর্থনীতি সেক্টরকে হুমকির মুখে ফেলে দিয়েছে। বাবুল চিশতি মুক্তযোদ্ধা চলাকালীণ ভারতে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযোদ্ধাদের অস্ত্র নিয়ে পালিয়ে এসে পাকিস্তানী আল বদর বাহিনীতে যোগ দিয়ে স্বর্ণপদক প্রাপ্ত মোখলেছুর রহমান, মুক্তিযোদ্ধা জিন্নত আলী, সৈয়দুজ্জামানসহ ৪ জনকে নির্মম নির্যাতন শেষে গুলি করে হত্যা করে। মোখলেছুর রহমানের ছেলে হামিদুর রহমানের দায়েরকৃত মামলা এখন আন্তজার্তিক যুদ্ধাপরাধ ট্রাইবুন্যালে বিচারাধীন রয়েছে।
দ্রুত এ বিচার চালু করে বাবুল চিশতির ফাঁসি দাবী করেন মুক্তিযোদ্ধারা। এছাড়া সংবাদ সম্মেলনে রাজাকারদেরও তালিকাসহ কোটা পদ্ধতি বহাল রাখার দাবী করেন তারা।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, সাবেক জেলা কমান্ডার ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, মনোয়ার হোসেন, আবুল হাসেম, রেজাউল করিম আজাদ, খোরশেদ আলম, ফরহাদ হোসেন, আব্দুল মুন্নাফ।
এর আগে গত ১৪ এপ্রিল বাবুল চিশতির ফাঁসি দাবী করে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, সংবাদ সম্মেলন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি দেয় জামালপুরের মুক্তিযোদ্ধারা।
প্রসঙ্গত, ফার্মাস ব্যাংকে ১৬০ কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের দায়ে বাবুল চিশতি ছেলেসহ এখন জেল হাজতে রয়েছে। দুদুক বাবুল চিশতিকে ৫দিন ও তার ছেলে রাশেদুল হক চিশতিকে ৪দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।