বিশেষ প্রতিনিধিঃ সংসদ সদস্য মাহজাবিন খালেদ বেবী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডকে অব্যাহত রাখতে আবার নৌকায় ভোট দিতে হবে। জামালপুরের ইসলামপুর উপজেলায় জঙ্গী বিরোধ ও বাল্য বিবাহ রোধ করতে বৃহস্পতিবার বিকালে এলাকাবাসীর সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মত বিনিময় সভায় উপস্থিত নারীদের উদ্দেশ্যে বলেন, আমি যেমন আমার পরিবার পরিজন রেখে দেশের জন্য কাজ করছি, তেমনি আপনাদের অনেক কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এখন থেকে আপনাদের কাজ করতে হবে।মতবিনিময় সভা শেষে টুংরাপাড়া ব্রীজপাড় ও নাপিতের চর বাজারে প্রধানমন্ত্রীর উন্নয়ন ও কর্মকান্ড তুলে ধরে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন এমপি মাহজাবিন খালেদ বেবী।
উপজেলার গাইবান্ধা ইউনিয়নে টুংরাপাড়া গ্রামে মুক্তিযোদ্ধা পাচন মেলেটারির বাড়ীতে সাবেক ইউপি সদস্য জহুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার মাস্টার, আওয়ামীলীগ নেতা ফুলু মিয়া সরকার, দেলোয়ার হোসেন দেলু, আব্দুল করিম, শহিদুল্লাহ সরকার, এমপি প্রতিনিধি নারায়ন মোদক উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, যুবনেতা মাহাবুবুর রহমান উজ্জ্বল, আব্বাস আলী, আল আমিন এজেল, আমিরুল ইসলাম, ফিরোজ মাস্টার প্রমুখ।পরে এমপি মাহাজাবিন খালেদ বেবি এলাকায় গণসংযোগ করেন।