বিশেষ প্রতিনিধিঃ সকল জল্পনা কল্পনা শেষে আগামীকাল ২৯ মার্চেই বকশীগঞ্জ পৌরসভার নির্বাচনে স্থগিত হওয়া ভোট কেন্দ্রের ভোট গ্রহন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ নিয়ে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
এর আগে নির্বাচনে কারচুপির মিথ্যা অভিযোগ এনে নির্বাচন বাতিল ও পুনঃ ভোট গ্রহনের দাবিতে আওয়ামীলীগের প্রার্থী শাহিনা বেগম ও বিএনপির প্রার্থী ফখরুজ্জামান মতিন পর পর ৫টি রিট দায়ের করে। দীর্ঘ তদন্ত শেষে শাহিনা বেগমের দায়ের করা রিটটি খারিজ করলে ২৯ মার্চ ভোট গ্রহনের তারিখ ঘোষনা করে নির্বাচন কমিশন।
আবার ফখরুজ্জামান মতিন ও শাহিনা বেগম গত ৫ দিনে আরও ৪টি রিট করে।
সর্বশেষ ২৮ মার্চ সর্বশেষ রিটও খারিজ করে উচ্চ আদালত।
ফলে নির্বাচনে আর কোন বাধাই থাকল না।
আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে জগ প্রতীক নিয়ে নজরুল ইসলাম সওদাগর ৮৯৪ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।
তার নিকতম প্রতিদ্বন্দ্বি উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফখরুজ্জামান মতিন।
নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী শাহিনা বেগম প্রাপ্ত ভোট সংখ্যা ৫ হাজার ১৬০। আর নির্বাচনের এগিয়ে থাকা নজরুল ইসলাম সওদাগরের ভোট সংখ্যা ৮ হাজার ৫৯৯ টি। এদের দুজনের মধ্যে ভোটের পার্থক্য হচ্ছে ৩ হাজার ৪৩৯টি।
নির্বাচনে বিএনপি প্রার্থী ফখরুজ্জামান মতিনের ভোটের সংখ্যা ৭ হাজার ৭০৫টি। ভোটের হিসাবে নির্বাচনে সমস্ত ভোট আওয়ামীলীগের প্রার্থী পেলেও ৩য় স্থানের হেরফের হচ্ছে না এই নির্বাচনে।
মালিরচর হাজীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেটি আওয়ামীলীগ প্রার্থীর নিজস্ব কেন্দ্র। এই কেন্দ্রেই নিজের ভোট দিয়ে থাকেন আওয়ামীলীগ প্রার্থী শাহিনা বেগম। এ কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১ হাজার ৫২৮জন।