জামালপুর প্রতিনিধি:
“শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ” এ প্রতিপাদ্যে জামালপুরের ইসলামপুরে স্পট মিটারিং আয়োজন করা হয়।
জানা যায়, ইসলামপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের আয়োজনে ২০ থেকে ২৫ মার্চ পল্লী বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে রবিবার সকাল থেকে উপজেলা নোয়ারপাড়া ইউনিয়নের ওলিয়া এ এম উচ্চ বিদ্যালয়ে মাঠে স্পট মিটারিং উদ্বোধন করেন উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মোঃ কোরবান আলী।
এ সময় উপস্থিত ছিলেন,ইসলামপুর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মোঃ মনোয়ার হোসেন,জুনিয়র ইন্জিনিয়ার শাহ আলম,প্লান্ট হিসাব রক্ষক মাসুদ আলম প্রমূখ।
ইসলামপুর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মোঃ মনোয়ার হোসেন জানান,আজ সকাল থেকে বিকাল পর্যন্ত স্পট মিটারিং কাজ চলবে।
সার্ভিস ড্রপের আওতায় (বিদ্যুৎ এর খুটি থেকে আবেদন কারীর ঘর পযর্ন্ত ১৩০ গজ তার) যে সকল গ্রাহক মিটার পায়নি সে সকল গ্রাহকের নিকট হতে সদস্য ফি-৫০,জামানত-৪০০,সমীক্ষা ১০০ মোট ৫৫০টাকা স্পটে নিয়ে সাথে সাথেই পল্লী বিদ্যুতের লাইন ক্রদেয় মাধ্যমে গ্রাহকের বাড়িতে মিটার স্থাপন করা হয়।
সকাল থেকে বিকাল পযর্ন্ত ৫০টি নতুন সংযোগ দেওয়া হয় বলে তিনি জানান।