বিশেষ প্রতিনিধিঃ ১৯৭৫ সালে পরিচয় পাওয়া স্বল্পোন্নত দেশের তালিকা (এলডিসি) থেকে বেরিয়ে যাচ্ছে বাংলাদেশ। এবার উন্নয়নশীল দেশের কাতারে নাম ঊঠবে। বিশ্বে এখন বাংলাদেশের নতুন পরিচয়- মধ্য আয়ের দেশ। এ অর্জন আত্মমর্যাদার, অহংকারের, গৌরবের। তাই তো দেশ এখন আনন্দের বন্যায় ভাসছে।
এ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সরকার। এ কর্মসূচি ২০ মার্চ শুরু হলেও সরকার আনুষ্ঠানিকভাবে উৎসব করবে আজ বৃহস্পতিবার।
এজন্য বিভিন্ন কর্মসূচির আয়েঅজন করা হয়েছে। এরই ধারাহিকতায় আনন্দ শোভা যাত্রা করেছে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে এ আনন্দ শোভা যাত্রা অনুষ্ঠিত। এতে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজসেবা, পরিসংখ্যানসহ সকল দপ্তর অংশ নেয়।
এছাড়া স্থানীয় মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরাও অংশ নেয়।
উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান সিদ্দিকের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রীটি পুরো পৌর শহর প্রদক্ষিণ করে।
এতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা প্রকৌশলী নুরুল আমিন ফোরকানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা অংশ নেয়।
উপজেলা স্বাস্থ্য বিভাগও পৃথক কর্মসুচী নিয়েছে । তারা বিশেষ সেবা দিচ্ছে আগত রোগীদের।