বিশেষ প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের নব নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে এ ভবন উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি।
উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান সিদ্দিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লোকমান হোসেন, আব্দুর রউফ তালুকদার, থানা ভারপ্রাপ্ত অফিসার আবু হাসান সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বিজয়।
এর আগে প্রায় ৬২ লক্ষ টাকা ব্যায়ে ইউনিয়ন ভুমি অফিসের নব নির্মিত ভবনের উদ্বোধন করেন এমপি আবুল কালাম আজাদ।